শাকিব-নিশো-বুবলীরা এ বছর যা নিয়ে আসছেন গা শিউরে উঠা একশন সিনেমা, সেই গুলোর নাম দেখে নিন

 

শাকিব-নিশো-বুবলীরা এ বছর যা নিয়ে আসছেন

শাকিব-নিশো-মিম-সিয়াম-তমা-আদর–বুবলীরা নতুন সিনেমা নিয়ে এ বছর প্রেক্ষাগৃহে থাকবেনকোলাজ

হলিউড-বলিউডের কোন তারকার কী সিনেমা কবে মুক্তি পাবে, মোটামুটি আগেভাগেই তা জানা সম্ভব। প্রি-প্রোডাকশনের সময়ই ঠিক হয়ে যায় মুক্তির তারিখ। পেশাদার প্রযোজনা প্রতিষ্ঠানের পদচারণে শুরু হওয়ায় বাংলাদেশেও কিছু তারকার ছবির আগাম ধারণা পাওয়া যাচ্ছে। দুই বছর ধরে এ চিত্রই দেখা যাচ্ছে। বছরজুড়ে যেসব তারকার ছবি মুক্তি পেতে পারে, তার একটা ধারণা সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান, পরিচালক ও তারকাদের সঙ্গে কথা বলে জানা গেছে। নতুন বছরে মুক্তির অপেক্ষায় থাকা সেসব চলচ্চিত্র নিয়েই এ প্রতিবেদন।
শাকিব খান
শাকিব খান
ছবি : শাকিব খানের ইনস্টাগ্রাম

বছরের শুরুতে মুক্তি পাচ্ছে ‘মধ্যবিত্ত’। ৩ জানুয়ারি ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে—এমনটাই নিশ্চিত করেছেন পরিচালক তানভীর হাসান। গেল বছর একাধিকবার ছবিটি মুক্তির কথা শোনা গিয়েছিল। বছরে প্রথম ছবিটির নাম জানা গেলেও এরপর কী ছবি মুক্তি পাচ্ছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
গেল বছর শাকিব খানের তিনটি ছবি মুক্তি পেয়েছে।

এ বছরও তাঁর তিনটি ছবি মুক্তি পাওয়ার কথা। পবিত্র ঈদুল ফিতরে আসবে ‘বরবাদ’, এরই মধ্যে প্রকাশিত হয়েছে ছবির মোশন পোস্টার। ঈদুল আজহায় ‘তাণ্ডব’ নিয়ে আসবেন শাকিব খান। দুর্গাপূজায়ও তাঁর একটি ছবি মুক্তির কথা শোনা যাচ্ছে। এসব ছবিতে দেশের পাশাপাশি বিদেশি নায়িকাদেরও দেখা যাবে।

আরও পড়ুন
আফরান নিশো
আফরান নিশো
ছবি: প্রথম আলো

২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দায় আফরান নিশোর অভিষেক। নিশো–ভক্তরা ভেবেছিলেন, পরের বছর তাঁর চলচ্চিত্রে অভিনয়ের ধারাবাহিকতা থাকবে। নিশোও তেমনটাই আশ্বাস দিয়েছিলেন। বলেছিলেন, একাধিক চলচ্চিত্রের কাজ শুরু করবেন। কিন্তু বাস্তবে তা আর হয়নি। অবশেষে ‘দাগী’ নিয়ে ফিরছেন তিনি। শিহাব শাহীন পরিচালিত ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পাবে।

এতে নিশোর নায়িকা তমা মির্জা। আরও আছেন ‘ন ডরাই’ অভিনেত্রী সুনেরাহ। এরই মধ্যে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট এবং চরকি। নিশোর আর কোনো ছবি মুক্তি পাবে কি না, জানা যায়নি।

আরও পড়ুন
সিয়াম আহমেদ
সিয়াম আহমেদ
ছবি: প্রথম আলো

সিয়াম-বুবলীর ‘জংলি’ গেল বছরের ঈদুল আজহাতেই মুক্তি পাওয়ার কথা ছিল। প্রেক্ষাগৃহে যখন গত ঈদুল ফিতরের ছবি নিয়ে মাতামাতি, তখনই আসে ছবিটির ফার্স্ট লুক পোস্টার। তবে ছবিটি শেষ পর্যন্ত মুক্তি দেওয়া সম্ভব হয়নি। পরিচালক এম রাহিম সূত্রে জানা গেছে, শিগগিরই ছবিটি মুক্তির তারিখ ঘোষণা দেওয়া হবে। ছবিতে সিয়ামের বিপরীতে শবনম বুবলী ছাড়াও আছেন প্রার্থনা ফারদিন দীঘি।

‘জংলি’ ছাড়াও সিয়ামের আরেকটি চলচ্চিত্র মুক্তির কথা শোনা যাচ্ছে। মঙ্গলবার দুপুরে সিয়ামের সঙ্গে কথা বলে তেমনটাই জানা গেল। তবে কোন ছবি, সে বিষয়ে আপাতত কিছুই বলতে চান না এই তারকা।

আরও পড়ুন
শবনম বুবলী
শবনম বুবলী
ছবি : নায়িকার ফেসবুক থেকে

শবনম বুবলীরও আরেকটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। গান ছাড়া এ ছবির বাকি কাজ শেষ হয়েছে। ‘পিনিক’ নামের এ ছবিতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। আদর-বুবলী এর আগে আরও দুটি ছবিতে অভিনয় করেছেন। ‘পিনিক’ নিয়েও এই দুই তারকার আশা অনেক। আদর আজাদেরও আরেকটি ছবি এ বছর মুক্তির কথা রয়েছে। সেই ছবির ঘোষণা নতুন বছরের শুরুতে আসবে। ছবিটি নিয়ে বিস্তারিত এখনই কিছু বলতে চাইছেন না আদর আজাদ।

আরও পড়ুন
আদর আজাদ
আদর আজাদ
ছবি : শিল্পীর সৌজন্যে

আরিফিন শুভর তিনটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। কোনোটির শুটিং তিন বছর আগে শেষ হয়েছে, কোনোটির গেল বছর। দুটি ছবির সেন্সর ছাড়পত্রও হয়ে আছে। ‘নূর’, ‘নীলচক্র’ ও ‘ঠিকানা বাংলাদেশ’ চলচ্চিত্রগুলোর প্রযোজক ও পরিচালক সূত্রে জানা গেছে, এ বছরের মধ্যে ছবি তিনটি মুক্তি দিতে চান তাঁরা।

আরিফিন শুভ
আরিফিন শুভ

‘পরাণ’ ছবিতে অভিনয় দিয়ে আলোচনায় আসেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। এরপর ‘দামাল’ ছবিতেও তাঁদের দুজনকে দেখা গেছে। দুটি ছবিই আলোচনায় থাকলেও এরপর এই দুই তারকাকে একসঙ্গে কোনো ছবিতে দেখা যায়নি। এ বছর এই দুই তারকাকে ‘দানব’ নামে একটি ছবিতে দেখা যেতে পারে। অনন্য মামুন পরিচালিত এই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে আসতে পারে। এর বাইরে শরীফুল রাজ অভিনীত ‘কবি’ বছরের যেকোনো সময় মুক্তি পাবে। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ছবিটিতে রাজের নায়িকা ইধিকা পাল। অন্যদিকে মিম অভিনীত এবং ওয়াহিদ তারেক পরিচালিত ‘দিগন্তে ফুলের আগুন’ ছবিটিও এ বছর মুক্তির কথা রয়েছে।

শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম
শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম
ছবি: সংগৃহীত

আরও পড়ুন

ছোট পর্দার অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেড় যুগ ধরে অভিনয়ে আছেন। ২০২৩ সালের শেষ দিকে ‘এশা মার্ডার’ নামে একটি চলচ্চিত্রের শুটিং শুরু করেন বাঁধন। এ বছর ছবিটি মুক্তি দিতে চান পরিচালক ও প্রযোজক। সেভাবে প্রস্তুতিও নিচ্ছেন তাঁরা। ‘হাওয়া’ দিয়ে আলোচনায় এসেছেন লাক্স তারকা নাজিফা তুষি। ছবিটি দিয়ে দেশে ও দেশের বাইরে আলোচিত হওয়ার পর নতুন কোনো চলচ্চিত্রে আর তুষিকে পাওয়া যায়নি। শোনা যাচ্ছে, গেল বছর একটি ছবির কাজ শেষ করেছেন, যা এ বছর মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবল। ছবিটির পরিচালনায় আছেন মেজবাউর রহমান সুমন।

আজমেরী হক বাঁধন
আজমেরী হক বাঁধন
ছবি : বাঁধনের সৌজন্যে

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বাংলা ব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url